কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার রাত থেকে গত রোববার দুপুর দুইটা পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল কামাল, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য আবু জাফর, জহুরুল ইসলাম, বাদশা-উর রহমান, বকুল বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক।
ভেড়ামারায় তিনজন আটক হয়েছেন। তারা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জু বিশ্বাস, দপ্তর সম্পাদক রতন আলী ও ধরমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন।
Leave a Reply