ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি নেতা হানিফ ও লিটনসহ ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মাঠ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহত হানিফ মিয়ার বাড়ি হরিনাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে। আরেক নিহত লিটনের বাড়িও হরিনাকুণ্ডু উপজেলায়। তবে বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান। তিনি জানান, রাত সাড়ে ১১দিকে কুষ্টিয়া জেলার সীমান্তে রামচন্দ্রপুর-পিয়ারপুর মাঠে গুলির শব্দ পায় এলাকাবাসী। এরপর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনের মৃতদেহ ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Leave a Reply