রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেরদৌসী আরা (৪৫) ও জিন্নাহ (৪৫)।
আহত ফেরদৌসী আরাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে জিন্নাহ মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ফেরদৌসী আরা ঘটনাস্থলেই নিহত হন, আর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত জিন্নাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে এক পক্ষ জমি দখল করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। তিনি আরও বলেন, “আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই একজনের মৃত্যু হয়।”
Leave a Reply