সিলেটে জমি নিয়ে বিরোধে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহতের ঘটনাও ঘটেছে। উভয় ঘটনাই ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমায়।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হাজরাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশির হামলার শিকার হন ওই গ্রামের মো. রুস্তুম আলী (৭০)। তিনি হাজরাই গ্রামের কুটু মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
এদিকে, জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে মো. খসরু মিয়া (৩০) মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার এ ঘটনায় থানায় মামলা দায়ের কড়া হয়েছে। দক্ষিণ সুরমার ওসি মো. মিজানুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও জানান, খসরু মিয়াদের যৌথ পরিবার। শনিবার ছোট ভাই খসরু মিয়া বাড়িতে ঘর তৈরির জন্য জায়গা জমি ভাগ-বাটোয়ারা করতে চাইলে বড় ভাই মো. কালাম মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালাম মিয়া মাথায় আঘাত করলে খসরু মিয়া মাটিতে লুটে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply