কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আশিক খান ও আসাদুজ্জামান আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ওই স্থানে আমির হামজা ও আতিকুজ্জামান তালহাকে দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩ মার্চ ) রাতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকাণ্ডে সাথে জড়িত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান ও কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী খানের সদস্য পদ বাতিলসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
একই সঙ্গে অব্যাহতি পাওয়া দুইনেতার স্থানে আমির হামজাকে কুষ্টিয়া জেলা শাখার সংগঠন এবং আতিকুজ্জামান তালহাকে কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হলো।
Leave a Reply