বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে, প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আলোচনায় থাকা অস্কার।
আজ বৃহস্পতিবার রাতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র।
আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে সেলেসাওরা।
ম্যাচ দুটিকে সামনে রেখে গত শনিবার ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ দোরিভাল জুনিয়র। সেখান থেকে ২৯ জনকে ছাটাই করে চূড়ান্ত দল ঘোষণা করলেন তিনি।
প্রাথমিক সেই দলে নয় বছর পর জায়গা পেয়ে আলোচনায় এসেছিলেন অস্কার। কিন্তু চূড়ান্ত দলে জায়গা হয়নি চাইনিজ লিগ থেকে গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেয়া এ মিডফিল্ডারের। তবে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরে ঠিকই কোচের মন জয় করেছেন নেইমার। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে ছিটকে যাওয়ার পর ১৬ মাস পর ফিরলেন তিনি।
Leave a Reply