এবারের আইপিএলে প্রথমবার মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন ম্যাচ খেলে দুইটি জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। অপরদিকে চার ম্যাচের তিনটি হেরে অষ্টম স্থানে মুম্বাই।
আজ সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
গত ১০ বছর ওয়াংখেড়েতে কোনো জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার রজত পতিদারের হাত ধরে সেই জয়ের প্রত্যাশায় থাকবে বেঙ্গালুরু।
চোট সারিয়ে এই ম্যাচে স্কোয়াডে রয়েছেন জশপ্রীত বুমরা। অপরদিকে শুরুর একাদশে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছেন রোহিত শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাড্ডিকল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: উইল জ্যাকস, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নামান ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা, ভিগনেশ পুথুর।
Leave a Reply