কিশোরগঞ্জ শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মসজিদের ইমাম ও এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে শহরের শোলাকিয়া বনানী মোড় এবং সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম ও পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবর (৬০)। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে শহরের শোলাকিয়া বনানী মোড়ে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উর্মী শিখা (১৯)। হঠাৎ একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। উর্মী শিখা ওই এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মো. মহরম আলীর মেয়ে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ইমামকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অটোরিকশাটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে উর্মী শিখাকে চাপা দেওয়া অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে এবং চালককে আটকের প্রক্রিয়া চলছে।
Leave a Reply