মিরপুরে জমি সংক্রান্ত ঘটনার জেরধরে চাচাতো দাদা ও চাচাদের হাতুড়ির আঘাতে নির্মম মৃত্যু হয়েছে ১৮ বছরের যুবক তৌফিকের ৷
গত শুক্রবার (৯ মে) বিকেল পাঁচটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আসাননগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয় । পরে আহতদের মধ্যে তৌফিক (১৮) নামে এক যুবক রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তৌফিক আসাননগর এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, আসাননগরে একই বংশের আত্মীয়দের মধ্যে শুক্রবার ৯ মে সন্ধ্যায় জমি বন্ধক রাখার ১০ হাজার টাকা চাওয়া কে কেন্দ্র করে জহুরুল ইসলাম ও লালচাঁদ এর পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে জহুরুল ইসলাম ও তার ছেলে তৌফিক কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লালচাঁদ এর পরিবারের সদস্যরা। পরে জহুরুল ইসলাম ও তার ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন। গত ১০ মে ভোর সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জমি ও টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তৌফিক নামে এক যুবক রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে পুলিশ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply