কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে সকল প্রকার সবজির দাম। তবে মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। অন্যদিকে খাসির মাংস ছাড়া স্থির রয়েছে সকল প্রকার মাংসের দর।
গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় সকল প্রকার সবজি ৫০ থেকে ৭০টাকায় বিক্রি হলেও আজ (১৬ মে) শুক্রবার সকালে কুষ্টিয়া পৌর বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত সপ্তাহ থেকে কেজিতে কাঁচামরিচ ১০ কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, টমেটো ৫০, করলা ৪০, ঢেঁড়স ৩০, লাউ ৩০ থেকে ৪০ টাকা, আলু ২০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৬০, বরবটি ৬০ টাকা, কচু ৮০ ও বেগুন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই বাজারে সরবরাহ কম থাকায় পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়াও সবধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে বাজারে।
প্রায় সকল প্রকার মাছের দাম গত সপ্তাহের চেয়ে ৩০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ইলিশ মাছের দাম কেজিতে ২০০ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৬০০-২৬০০ টাকা।
অন্যদিকে এই বাজরে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, গত সপ্তাহে চেয়ে এ সপ্তাহে কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়, দেশী মুরগী ৬৩০-৬৫০ টাকা, বয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা ও লিয়ার মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়।
বাজার করতে আসা বিল্পব আহমেদ বলেন, কয়েকদিন আগে সবজির দাম হটাৎ কারে বেড়ে যায়। বর্তমানে দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তবে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
সবজি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, সবজির সরবরাহ বাড়তি থাকায় দাম কমেছে। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করা হয়, কম দামে কিনলে বিক্রয় করেন কম দামেই।
সবজির বাজার স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করে ক্রেতা-সাধারণ নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, সিজনাল সকল সবজি দাম বাজরে কমেছে। আমাদের বাজার মনিটারিং চলমান রয়েছে। অস্বাভাবিক কোন দাম দেখলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply