কুষ্টিয়া প্রতিনিধি দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন হতে চল্লিশপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ “চায়না দুয়ারি ও কারেন্ট”
কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান,বলেন বিজিবি চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন হতে চল্লিশপাড়া পর্যন্ত এলাকায় তল্লাশির মাধ্যমে প্রায় ২০০০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,৫২,৫০,০০০/- (তিন কোটি বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
Leave a Reply