প্রথমে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও পরে নৈশপ্রহরী প্রহরীকে বেঁধে রাখে ডাকাতরা কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশ্যপ্রহরীর মাথায় প্রথমে দুইটি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং পরে হাত ও পা বেঁধে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও ১২ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন – উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮ -১০ জন ডাকাত। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ও কারো মুখ বাঁধা ছিল কাপড় দিয়ে। ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথার দুই দিক থেকে দুইজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর কয়েকজন মিলে তার হাত বেঁধে মাঠের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পাও বেঁধে মাটিতে শুইয়ে রেখে মুঠোফোনটি ইটের গাঁদায় রাখে এবং ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারী খুলে নিয়ে দ্রুত
চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকায়।
Leave a Reply