কুষ্টিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুজন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে শহরের কোটপাড়া বারো শরিফ দরবারের পাশ থেকে একজন নারীর লাশ এবং বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের পরিত্যক্ত এলাকা থেকে আরেক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। একই দিনে পৃথক স্থানে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুই লাশই ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বারো শরিফ দরবারের পাশের একটি বাড়ির সামনে নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না এবং এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ তা তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Leave a Reply