ভেজাল ওষুধ বিক্রি ও নকল কসমেটিক উৎপাদনের দায়ে কুষ্টিয়ার সততা হোমিও হল ও শ্রেষ্ঠ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে একটি অভিযানে শহরের পেয়ারাতলা এলাকায় জেলখানার সামনের একটি আবাসিক ভবন থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও নকল কসমেটিক জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। পাশাপাশি তারা নকল কসমেটিক উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের সঙ্গেও জড়িত ছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, প্রতিষ্ঠানটি কোন নিয়ম-কানুন না মেনে দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ বিক্রি ও নকল কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুসারে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
পাশাপাশি জব্দকৃত প্রায় তিন লাখ টাকা সমমূল্যের ভেজাল ওষুধ ও নকল কসমেটিক ধ্বংস করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply