দক্ষ জনশক্তি দেশ গঠনে মূল ভিত্তির স্লোগানে কুষ্টিয়ায় গণপ্রকৌশল দিবস -২০২৫ উদযাপিত হয়েছে । দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচকরা, দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা ও করনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকার কথাও স্বীকার করেন বক্তারা।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইউসুফ আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply