বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাথে জেলা-উপজেলা শাখা নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভার্চুয়াল এ সভায় প্রায় শতাধিক জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। শীঘ্রই এ মতামতের ভিত্তিতে বার্ষিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সভায় বিএমএসএফের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান ও শক্তিশালীকরণ, বিএমএসএফ কর্তৃক সদস্যদের ডাটাবেজ তৈরি, পরিচয়পত্র প্রদান, মেয়াদ উত্তীর্ণ শাখা পূনর্গঠণ, নতুন শাখা গঠন, সদস্য সংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে হুইপ সামশুল চৌধুরী কর্তৃক বিএমএমএফের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী ২৫ আগষ্ট ডাকা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে শাখাসমুহ এবং সাংবাদিকদের প্রতি আহবান করা হয়েছে।
Leave a Reply