উইমেন ডেস্ক: শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮ |
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পাশ্ববর্তী মরিচ্যা চেকপোস্টে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ তোফায়েল (১৯) নামের এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। চালক রামুর চাকমারকুল ইউনিয়নের ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে।
শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবার চালান আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করে বিজিবি।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় একটি সিএনজিকে তল্লাশীর জন্য থামানো হয়। সে সময় যাত্রী সিটের মধ্যে বিশেষ স্থানে লুকায়িত অবস্থায় ১২ কার্ডে এবং ১ প্যাকেটে ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিজিবি’র রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক জানান, ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার (৪৫) বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন। পরে বাদশার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
তিনি আরও বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply