উইমেন ডেস্ক: সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ৫ আশ্বিন ১৪২৮ |
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আলিম উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলিম উদ্দিন আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
আলিমের মা সাবিনা খাতুন জানান, রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে নানী সাহেদা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল আলিম। রাত ৩টার দিকে তার ডান হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। সোমবার বেলা ১১টার দিকে আলিমকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চিকিৎসা না করায় সেখান থেকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
Leave a Reply