উইমেন ডেস্ক: সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকেই প্যারিসে নিজের জন্য একটি ভাড়া বাসা খুঁজছিলেন লিওনেল মেসি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বাসা খুঁজে পেয়েছেন তিনি। এজন্য তাকে প্রতি মাসে ২০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ২০ লাখ) গুণতে হবে। খবর মার্কা।
মার্কার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বিলাসবহুল এলাকা নিউলি সুর সেইনে ২০ হাজার ইউরোতে মেসি তার পছন্দমতো একটি বাড়ি ভাড়া নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। এই এলাকায়ই থাকেন ডি মারিয়া, লিয়ান্দ্রো প্যারেদেসরা। ফলে জাতীয় দল এবং ক্লাবের সতীর্থদের প্রতিবেশী হিসেবে পেতে যাচ্ছেন মেসি।
আপাতত ভাড়া বাড়িতে থাকলেও প্যারিসে স্থায়ীভাবে বাড়ি কেনার ইচ্ছা আছে মেসির। ইতোমধ্যে একটি বিলাসবহুল বাংলোবাড়ি পছন্দ করেছেন মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো। সেই বাড়িটি পিএসজির অনুশীলন কেন্দ্র থেকে ১৫ মিনিটের দূরে। তবে সেই বাড়িটি কেনার প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা জানা যায়নি।
Leave a Reply