উইমেন ডেস্ক: রোববার, ১০ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮ |
কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. ইদ্রিস (৪০)। তিনি টেকনাফ সদরের নাজিরপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় মো. ইদ্রিসের অস্থায়ী বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের বালিশের নিচ থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি প্যাকেট উদ্ধার হয়। পরে তাকে আটক করা হয়।
উদ্ধার প্যাকেটের ভেতরে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
উদ্ধার আইসসহ আটক ইদ্রিসের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply