উইমেন ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ জব্দ করেছে পুলিশ। এসময় ওষুধ কারখানার মালিক মোহাম্মদ জহিরকে গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ এ অভিযান পরিচালনা করে।
রোববার (২৫ অক্টোবর) রাতে অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ এসব তথ্য জানান।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁয়ের পূর্বনন্দী পাড়ার নেওয়াজবাগ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার নিচতলা থেকে বিপুল পরিমাণ নকল আয়ুর্বেদিক ওষুধসহ কারখানার মালিক মোহাম্মদ জহিরকে গ্রেফতার করা হয়।
জহির ওষুধ তৈরি ও বিক্রির জন্য ওষুধ প্রশাসনের কোনো কাগজ দেখাতে পারেননি।তিনি বলেন, অনুমোদনহীন ওই কারখানা থেকে দুই হাজার ৫৫০ পিস ক্যাপসুল, ২৫০টি খালি কৌটা, ৫০ হাজার পিস খালি ক্যাপসুলের সেল ও সহস্রাধিক কাগজের লেভেল জব্দ করা হয়। তারা এসব ওষুধ ড্রাগ ফেয়ার ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ঢাকার মোড়কে কার্ডোভিট মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল নামে বাজারে সরবরাহ করতো।
খিলগাঁও থানায় মামলায় গ্রেফতার জহিরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
Leave a Reply