উইমেন ডেস্ক: যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সোরইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ হোসেন বিপ্লব এর বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহবধু রত্না খাতুন জানান, ২০১৯ সালে বিপ্লবের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২২শে নভেম্বর ২০২০ ইং তারিখে বিপ্লবের পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। বিয়ের পরের দিন আমার পরিবার ৫০ হাজার, ৫ দিন পর ১ লক্ষ ও বিয়ে চার মাসের মধ্যে আরো ১ লক্ষ ২০ বিশ হাজার টাকা বিপ্লবকে দেয়। তার কিছু দিন যেতে না যেতেই বিপ্লব আমার কাছ থেকে আরো ১০ লক্ষ টাকা দাবি করে।
আমি আমার পরিবারকে বিষয়টি জানালে আমার বাবা ৫ লক্ষ টাকার আসবাবপত্র ও নগদ ২ লক্ষ টাকা দেয়। তার কিছুদিন পর যৌতুক লোভী বিপ্লব আবারো ৩ লক্ষ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আামর স্বামী বিপ্লব, শ্বাশুড়ী ও ননদ মিলে আমাকে শারিরীক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। আমি অসুস্থ অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেয়।
পরে আমি আমার স্বামীর বাড়িতে গেলে তারা আমাকে জানায়, বিপ্লব আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আমি কোন ডিভোর্স পেপার পায়নি। তিনি আরো জানান, বিপ্লব আমাকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রশাসনের মাধ্যমে আমি আমার সংসারে ফিরে যেতে চাই বলেও তিনি জানান।
Leave a Reply