উইমেন ডেস্ক: জনতার বন্ধু হতে পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে… এসপি খাইরুল আলম
জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। প্রধান অতিথি মহোদয় জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে অফিসার ফোর্সের আবেদন নিবেদন শ্রবণ এবং উক্ত আবেদনের উপর তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য, রাখেন।
একই সাথে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। কুষ্টিয়া জেলার সকল পুলিশ একই পরিবারের সদস্য। জরুরী মূহুর্তে সবাই কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়াও ইতোপূর্বে অত্র জেলা হইতে অবসর গ্রহণে যাওয়া বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের হাতে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর) কুষ্টিয়া।জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া এবং ডাঃ মোছাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার(বিসিএস, স্বাস্থ্য) পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া। সার্কেল,অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ
Leave a Reply