উইমেন ডেস্ক:কুষ্টিয়া পৌরসভাকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার মেয়র আনোয়ার আলীর হাতে চাবি তুলে দেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের হৃদয়ে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। এই কুষ্টিয়াতে একটি ভিসা সেন্টার পরিকল্পনা রয়েছে। সেই সাথে কুষ্টিয়া পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার দিতে পেরে বাংলাদেশ এবং ভারতের বন্ধু প্রতীম দেশের এ বন্ধন সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে।লাইফ সাপোর্ট সম্বলিত এই এ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে অ্যাম্বুলেন্সটি।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক অজয় সুরেকা, প্যানেল মেয়র শাহীন উদ্দিনসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ।
Leave a Reply