উইমেন ডেস্ক:মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় টেকনাফ বিজিবি ব্যাটালিয়ান-২ এ এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানান।তিনি জানান, মঙ্গলবার রাতে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
এই সংবাদের ভিত্তিতে বিজিবির দুইটি বিশেষ টহলদল নাফ নদীর জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান গ্রহণ করে। হঠাৎ দলটি একটি ইঞ্জিনবিহীন কাঠের নৌকাকে শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে।নৌকাটি কাছাকাছি এসে পৌছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এসময় নৌকার আরোহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি সদস্যরা নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে সেটিকে থামানোর চেষ্টা করে।
এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি’র টহলদল স্পীডবোটের সাহায্যে নৌকাটি আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশী করে পাটাতনের নিচে একটি বস্তা থেকে ২২ কোটি সাইত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তাদেরকে সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলছে।
Leave a Reply