উইমেন ডেস্ক॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা ব্যক্তিরা প্রতিদিন-ই চুরির কবলে পড়ছেন। পুরুষদের তুলনায় নারীদের লাইনে চুরির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েক লক্ষ নগদ টাকা ও প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এই চক্রটি এখনো রয়েছে গেছে ধরাছোঁয়ার বাইরে।
সম্প্রতি সোমবার ঋণ তুলে টিকা নিতে আসা এক নারীর ১৩ হাজার টাকা ও অপর নারীর স্মার্ট কার্ড এবং নগদ টাকা হাতিয়ে নিয়েছে চোরচক্ররা।
এ বিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ প্রতিনিয়ত টিকা দেবার সময় হাসপাতাল চত্বরে অবস্থান করছেন। তারপরও চোর চক্রটি তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। টিকা নিতে আসা অসংখ্য মানুষের সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছেন। তবে চোর নিধনের জন্য আমরা তৎপর আছি।
স্থানীয়রা জানান, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কয়েকশত মানুষ করোনার টিকা নিতে হাসপাতালে আসেন। এসময় চোরচক্র সুযোগ বুঝে পুরুষদের মানিব্যাগ এবং নারীদের ভ্যানিটি ব্যাগ হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করছে। দীর্ঘদিন যাবত চোরচক্র এমন অপকর্ম চালিয়ে গেলেও এখনো পর্যন্ত তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
Leave a Reply