উইমেন ডেস্ক:চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) পদে সোমবার (৩১ জানুয়ারি) নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি/২০২২ প্রকাশিত হয়েছে।
নির্ধারিত যোগ্যতা সম্পন্ন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) হন, তাহলে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন আহব্বান করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে আজ ০১ ফেব্রুয়ারি ২০২২ এবং শেষ ২৮ ফেব্রুয়ারি ২০২২ ।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দূর্নীতিমুক্ত। শুধুমাত্র সৎ, সাহসী ও মেধাবী প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হবে। যে সকল প্রার্থী শারিরীক পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় ভাল করবে তারাই নিয়োগযোগ্য বলে বিবেচিত হবে।
আসন্ন নিয়োগ পরীক্ষায় কুষ্টিয়া জেলায় ৪৬ জন পুরুষ প্রার্থী এবং ০৮ জন নারী প্রার্থীসহ সর্বমোট-৫৪ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী আর্থিক লেনদেনে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তার নিয়োগ বাতিল করা হবে এবং কোনো প্রার্থী অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। কুষ্টিয়া জেলায় নিয়োগ সংক্রান্ত সকল প্রকার প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য ইন্টেলিজেন্স সংগ্রহ পূর্বক কুষ্টিয়া জেলার ডিবি সহ সকল পুলিশ ইউনিট সদা প্রস্তুত থাকবে।
কুষ্টিয়া জেলায় যে সকল প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন। বিধায় নিয়োগ প্রত্যাশী প্রার্থী এবং প্রার্থীর পরিবার’কে কোন প্রকার দালাল চক্রের খপ্পরে না পড়ে এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তারিখ ও সময় আগামী ২০-২২ মার্চ, ২০২২, সকাল ০৮.০০ টা হতে যথাক্রমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test অনুষ্ঠিত হবে।
২৯ মার্চ, ২০২২ সকাল ১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষা এবং ০৯ এপ্রিল, ২০২২ মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের অনলাইনে নির্ভুলভাবে আবেদন, Physical Endurance Test ও অন্যান্য সকল পরীক্ষার জন্য ভালভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply