উইমেন ডেস্ক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার-শুক্রবার) আরো একজনের মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে কুষ্টিয়া এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়ালো ৮০০ জনে পৌঁছালো।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮৪ নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা গিয়ে দাড়ালো ২১ হাজার ২১১ জনে।২৭ জন করোনা রোগীর মধ্যে কুষ্টিয়ার সদর উপজেলার ২২ জন।
এছাড়া দৌলতপুরে ২, মিরপুরে ২ ও খোকসা উপজেলার ১ জন রয়েছে। শনাক্তের বিবেচনায় ১৪.৬৭ দশমিক।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন।
বর্তমানে কুষ্টিয়াতে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭১৬ জন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮৬ জন।
Leave a Reply