উইমেন ডেস্ক : আর মাত্র ৯ দিন পর অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের সাধারণ নির্বাচন।
এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রার্থীদের মনোয়নপত্রের আপত্তি গ্রহণ ও শুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীগণ। আগামী ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩টায় নোটিশ বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড. মীর ছানোয়ার হোসেন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন।
এবার ৪১০ জনের লম্বা ভোটার তালিকা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের সাধারণ নির্বাচন।
চুড়ান্ত তালিকার অপেক্ষায় বসে না থেকে প্রার্থীরা মাঘ-ফাল্গুনের শীত মাড়িয়ে জমিয়ে তুলেছে কুষ্টিয়ার আদালতপাড়ায় নির্বাচনী আমেজ। তফশিল ঘোষনার পর পরই প্রায় প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেল প্রচারে নামলেও এখন পর্যন্ত অন্য কোন প্যানেল নির্বাচনী প্রচারে তেমন একটা মাঠে নামেনি।
কিছুদিন আগেও নিরব থাকা কুষ্টিয়া আদালতপাড়া নির্বাচনী আমেজে সরব হয়ে উঠেছে। আদালত চত্বরে প্রার্থীরা ভিন্ন ভিন্নভাবে কর্মী সমর্থকদের নিয়ে জমিয়ে তুলছেন নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভা। কোর্ট চত্বরে নিজ নিজ প্রচার ও মতবিনিময় কেন্দ্রে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নানান খাবারের আয়োজনে আপ্যায়ন।
এবারের নির্বাচনের হিসেব-নিকাশ একটু আলাদা। তাই গুরুত্বটাও একটু বেশি। এ নির্বাচনে ভোটারদের কাছে হ্যাভিওয়েট ও আইনজীবীদের কাছে অতি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী এ্যাড. অনুপ কুমার নন্দী। অন্যদিকে সভাপতি পদে রয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কয়েকবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড. নুরুল ইসলাম দুলাল ও সিনিয়র আইনজীবী এ্যাড. হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির তরুণ আইনজীবী বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু. এ্যাড. হাসানুল আসকার হাসু ও সিনিয়র আইনজীবী এ্যাড.মাহাতাব উদ্দিন।
নির্বাচন নিয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী ভবন নিরুত্তাপ থাকলেও নির্বাচনী উত্তাপের আমেজ বইছে এখানে। প্রার্থীরা মাঠে নেমেছেন ভোট চাইতে। খুব জোরে-সরেই নেমেছেন নির্বাচনী মাঠে। এবারের নির্বাচনকে কেন্দ্র আইনজীবীদের মধ্যে নির্বাচনী ইমেজ চাঙ্গা হয়ে উঠেছে। প্রচারও চলছে জোরে-সোরে। চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
তফশীল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি রবিবার ২০২২-২০২৩ সালের মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনের নতুন হল রুমে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. মীর ছানোয়ার হোসেন এবং সদস্য হিসেবে দায়িত্বে আছেন এ্যাড. আশরাফ হোসেন ও এ্যাড. মঞ্জুরুল আলম।
Leave a Reply