শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ১০লক্ষ মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা বিশ্বের কাছে মুসলমানদের নেতৃত্বকে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশের ভৌগলিক, অর্থনৈতিক ও জনসংখ্যার বিবেচনায় ১০লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাঁদের মুখে খাবার তুলে দেয়া আমাদের দেশের জন্য নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ ও বৃহৎ কাজ ছিলো। যে কাজটি প্রধামন্ত্রী শেখ হাসিনা করেছেন। মধ্যপ্রাচ্যে আমাদের চেয়ে অনেক ধনী দেশে রয়েছে। তাঁদের ভৌগলিক সীমানাও আমাদের চেয়ে অনেক বড়। মুসলমান রোহিঙ্গাদের বিপদের দিনে সে সমস্ত দেশে কিন্তু মুসলমানদের আশ্রয় দেয়নি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরের মাদারীপুরের শিবচরের ব্রিটিশ বিরোধী আন্দলোনের অগ্রদূত হাজী শরিয়ত উল্লাহ রহমাতুল্লাহ আলাইহি‘র আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার ৭৭তম তিন দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন, এসময় তিনি আরো বলেন, ইসলামের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটা উপজেলায় একটা করে জাতীয় মসজিদ, পাঠাগার, ইসলাম ধর্মের উপর পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন।
মাওলানা আব্দুলা মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুরের সভাপত্বিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান সহ আরো অনেকে।
Leave a Reply