উইমেন ডেস্ক:স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অংশগ্রহনে মেলা উদযাপন কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) শারমিন আক্তারের কার্যালয়ে মেলা উদযাপন কমিটির এক সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় জেলা স্বাস্থ্য বিভাগ, সওজ, গণপুর্ত, এলজিইডি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্রায় ৫০টি স্টল করার সিন্ধান্ত গ্রহন করা হয়। এবং সভায় জেলা প্রশাসনের উদ্যোগে নির্ধারিত সাইজে দোকান ঘর নির্মাণ পুর্বক উল্লেখিত প্রতিষ্ঠানে পত্র মারফত জরুরী ভিত্তিতে তাদের উন্নয়ন, সাফল্য, সম্ভাবনার চিত্র প্রদর্শনের জন্য অনুরোধ জানানো এবং মেলা চলাকালীন সময়ে নিরাপত্তা, শিশু-কিশোরদের উপস্থিতি এবং প্রতিদিন কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেলা পরিদর্শনের জন্য জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানানোসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ সিন্ধান্ত গ্রহন করা হয়।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোকারম হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাসস প্রতিনিধি নুর আলম দুলাল ও বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply