কবিতা- দিশাহীন পথ
কবি- সোমনাথ সান্যাল (ভারত )
উত্তর খুঁজে পাইনি এই নিরুত্তর জিবনে ।
তোমার ছোয়ায় লক্ষ পেলাম এই জীবনে ।
ফেলে আসা সব পথ গুলো দেখি তাকিয়ে ।
কেন যেন হারিয়ে গেলাম সেই স্মৃতি তে ।
তাও উত্তর খুঁজে পাইনি এই নিরুত্তর জীবনে ।
জীবন যখন অসহায় করে দেয় মানুষ কে
স্মৃতি গুলোই বাঁচিয়ে রাখে সেই মুহূর্তে
অজানা অচেনা সেই দিশেহারা পথ
জীবনে মানুষের বিভিন্ন মত
যেন মিলে যায় এক সারিতে
তাও উত্তর খুঁজে পাইনি এই নিরুত্তর জীবনে
জীবনের পরিভাশা বদলে গেছে
মানুষ নেই মানুষের পাশে
জীবন তা যেন শুধু এক প্রতিযোগিতা
না জিতেই সবাই বলে আমি বিজেতা
মানুষ হারিয়েছে তার মান আর হুঁশ
বিষ ভরে গেছে এই প্রাণে
তাই হয়তো উত্তর খুঁজে পাইনি এই নিরুত্তর জীবনে।
এই সব বেদনার পরে বসি আর ভাবি
এই জীবনের আছে আজ নেই কাল
তাও মানুষ লড়ে যায়
জেতার জন্যে মরে যায়
এটাই কি তবে বাস্তব ? জানিনা
তবে এর উত্তর খুঁজে পাইনি এই নিরুত্তর জীবনে ।
যখন মনের কোণে সারা পেলাম এই মেরুদন্ডহীন পৃথিবীতে
কেউ কখনও চায়ে না হারতে
সবাই আছে সুযোগের স্বার্থে
সময় পেলেই এগিয়ে যাও
প্রেমের ক্ষেত্রে স্বার্থ চাও
তবেই তুমি এগিয়ে যাবে
নাম, যশ, সম্মান পাবে
তবে এটাই কি সত্যি উত্তর এই নিরুত্তর জীবনে ?
Leave a Reply