উইমেন ডেস্ক : ১৯৮৯ সালের ৪ জুন চীনের তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা দিবস উপলক্ষে গণতান্ত্রিক আন্দোলন নিহত ছাত্র-শিক্ষক-শ্রমিকদের স্মরণে ও চীনের উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল ৪টায় মিছিলটি কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শুরু হয়ে ৫ রাস্তার মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজু।
কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন আরিফ খানের সঞ্চালনায় সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
Leave a Reply