উইমেন ডেস্ক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ আগস্ট) ইসলামী বিশ^বিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ^বিদ্যালয়ে সমন্বিত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ হতে ১টা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা। ইসলামী বিশ^বিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৮৫ জন। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন
এছাড়াও পরীক্ষা পরিদর্শন পূর্বে ভাইস চ্যান্সেলর হেল্প ডেস্ক ও অভিভাবক কর্ণার পরিদর্শনকালে আগত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। আগামী ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Leave a Reply