1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর চতুর্থ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, আনন্দে ভাসছেন নদী পাড়ের মানুষ

  • আপডেট টাইমঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ মোট ভিউ
সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাংসদ আব্দুর রউফ ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান যৌথভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর চতুর্থ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। খোকসা উপজেলা শহরের সঙ্গে ওসমানপুর ইউনিয়নসহ আশপাশের জনপদকে জুড়ছে এই সেতু। সেই সঙ্গে পাশের জেলা ঝিনাইদহের একটি বড় অংশের মানুষ এই সেতুর সুফল পাবেন।

সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, স্থানীয় সাংসদ আব্দুর রউফ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সোমবার সকালে যৌথভাবে শহরের কালীবাড়ির কাছে বহুল প্রতিক্ষিত খোকসা-ওসমানপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন নদী পাড়ের মানুষ।

খোকসা উপজেলা শহরের কোল ঘেঁসে গেছে পদ্মার প্রধান শাখা গড়াই নদী। নদীর পশ্চিমপাড়ে ওসমানপুর ইউনিয়নসহ বেশ কিছু জনপদ। জরুরী কাজসহ নিত্যপ্রয়োজনে ওইসব এলাকার মানুষের শহরের আসার একমাত্র উপায় নৌকা। এতে দুর্ভোগের অন্তত: ছিল না হাজার হাজার মানুষের। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবহেলিত জনপদগুলোকে শহরের সঙ্গে জুড়তে সেতু হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির বন্যা বইছে নদী তীরের মানুষের মধ্যে।

২৭৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯৫০ মিটার দৈঘ্যের এ সেতু বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে খুব দ্রুত সেতুর কাজ শুরুর কথা জানান নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com