সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৌর এলাকার মিরপুর গ্রামে মাহমুদা এন্টারপ্রাইজ এর কাঠের কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে সরকারি অর্ডারের কাঠের দরজা, বেঞ্চ,অন্যান্য সরঞ্জামি মেশিনপত্র ও ঘর। এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা
গত শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের পৌর এলাকার মিরপুর গ্রামে কাঠের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে নজরুল ইসলাম এর কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার ভিতরে থাকা বিভিন্ন দামি দামি কাঠ যেমন গর্জন,শাল, মেহগনি,শিমুল ইত্যাদি। এসময় সরকারি অর্ডারের কাঠের দরজা,বেঞ্চ,অন্যান্য সরঞ্জামি মেশিনপত্র,ঘর আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হয়েছে বলে মাহমুদা এন্টার প্রাইজের মালিক নজরুল ইসলাম জানান।
তিনি বলেন,প্রতিদিনের মতোই আমার দোকানের কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান কিন্তু গতকাল মধ্যরাতে আমার কারখানায় অগ্নিকাণ্ড দেখে এলাকাবাসীরা খবর দিলে আমি দ্রুত কারখানায় গিয়ে দেখি আগুন জ্বলছে।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি আজকে সিরাজগঞ্জ সদর থানায় একটা সাধারণ ডায়েরি করেছি জিডি নং ৬৩২, তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি
Leave a Reply