সত্যখবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৪৮৬ জন।
দেশে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৫ হাজার ৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Leave a Reply