সিরাজগঞ্জ প্রতিনিধি: ” স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় ও জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মাহমুদা খাতুন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, ১প্যানেল মেয়র মো. নুরুল হক, মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
Leave a Reply