বিনোদন ডেস্ক: গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায়। আর দশজন সাধারণ ব্যবহারকারীর মতো আতঙ্ক ছড়িয়ে পড়ে তারকাদের মধ্যে। শুরুতে ফেসবুক ব্যবহারকারী অনেকেই মনে করেছিলেন, ফেসবুক হ্যাকড হয়েছে। জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও অবস্থাও একই। পরে জানতে পারেন, সবারই একই সমস্যা। তখন খুশি হলেও অনেকের ফেসবুক–আসক্তি নজর কেড়েছে এই অভিনেতার কাছে। এসব নিয়ে চঞ্চলের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য, প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক।
চঞ্চল চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো।
বর্তমান সময়ে ফেসবুকে অনেকটা সময় চলে যায়। কেউ কেউ ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও নানা অপ্রয়োজনে ফেসবুক ব্যবহার করেন। অনেকের কাছে ক্ষণিক সময়ের জন্য বন্ধ থাকা এই ফেসবুক যেন মনঃকষ্টের কারণ হয়ে ওঠে। চঞ্চল এ প্রসঙ্গে লিখেছেন, এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক।
বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করা যেন নেশায় পরিণত হয়েছে। সময়ের প্রয়োজনে এর বাইরে নন চঞ্চল নিজেও। কারণ, ভক্তদের সঙ্গে এখন সরাসরি যোগাযোগের গুরুত্ব মাধ্যম ফেসবুক। যেকোনো কাজ সহজেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করা যায়। তারপরও ফেসবুক ব্যবহার নিয়ে আতঙ্কের কথা বললেন চঞ্চল।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনো আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জাকারবার্গ। ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য।
Leave a Reply