সত্যখবর ডেস্ক: লক্ষ্মীপুরে কুখ্যাত জলদস্যুকে গ্রেপ্তার করেছে রামগতি বড়খেরী নৌ পুলিশ । ৬ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা হইতে র্যাব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি বড়খেরী নৌ পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ।
গ্রেফতারকৃত আসামী ফারুকের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। কুখ্যাত জলদস্যু ফারুকের নামে বেশ কয়েকটি মামলাও রয়েছে। গত ১০ নভেম্বর ২০২২ তার বিরুদ্ধে রামগতি থানায় দুর্র্ধষ ডাকাতির একটি মামলা হয়। মামলা নাম্বার ০৬/১৪৫, ধারা ৩৯৫ /৩৯৭ পেনাল কোড এর সে পলাতক আসামী।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা হইতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় লক্ষীপুর রামগতির বড়খেরী নৌ পুলিশ। অস্ত্রধারী কুখ্যাত জলদস্যু ফারুক মেঘনা নদী থেকে জেলেদের ধরে নিয়ে বিভিন্ন সময় মুক্তিপণ আদায় করে। নদীতে নৌ ডাকাতি তার প্রধান কাজ । সে কমলনগর ও রামগতি থানার দুইটি নৌ ডাকাতি মামলার প্রধান আসামি ।
রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা এই ডাকাতির মামলার আসামি ফারুককে খুঁজছি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
Leave a Reply