সত্যখবর ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপাকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন। নিহত শিশু সাজ্জাদ সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী এলাকার সুজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে শিশু সাজ্জাদ তার দাদির সাথে ঢোলভাঙ্গা থেকে অটোভ্যান যোগে পলাশবাড়ির দিকে যাচ্ছিলেন। ভ্যানটি ঠুটিয়াপাকুর নামক এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং ভ্যানের অপর ৫ যাত্রী আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।
Leave a Reply