সত্যখবর ডেস্ক: দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে শফিকুল ইসলাম নয়ন নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম নয়ন (৪৫) বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নতুন বাজার পূর্ব জগন্নাথপুর গ্রামের হাসান আলীর ছেলে। সে এবং তার স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন এবং ঢাকায় মুদির দোকান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল ইসলাম।
স্থানীয়রা জানায়, বিরামপুর রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যস্থানে পৌঁছানোর লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এসময় চলন্ত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে শফিকুল ইসলাম নয়ন পা ফসকে পড়ে গিয়ে ডান হাতে এবং বিভিন্ন স্থানে আঘাত পান।
বিরামপুর ফায়ার সিভিল সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভিন তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply