সত্যখবর ডেস্ক: নেত্রকোনার পূর্বধলা খলিশাউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে নানীর বাড়ির বারান্দা থেকে সোনিয়া আক্তার ওরফে সুইটি (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ঢেউয়াখোলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের মো. সোবহান মিয়ার মেয়ে সোনিয়া আক্তার সুইটি। তার নানার বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার খলিশাউরা ইউনিয়নের রাজিবপুর গ্রামে। নানা আবুল কাশেমের বাড়িতে অসুস্থ নানীকে দেখাশোনা করে সোনিয়া। কিছুদিন পূর্বে চলে গিয়ে আবারও নানীর দেখভাল করতে আসে। রবিবার বেলা ১২ টার দিকে পুলিশ খবর পায় যে, রাজিবপুর গ্রামেরর আবুল কাশেমের পুর্ব দুয়ারি টিনের বসত ঘরের বারান্দায় সোনিয়ার লাশ ঝুলছে। পরে গিয়ে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।
পুর্বধলা থানার ওমি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা দুপুরে সংবাদ পাই। পরে রাজিবপুর গ্রামের আবুল কাশেমের বসত ঘরের বারান্দার ধরনার সাথে জর্জেট ওড়না লাগানো গলায় ঝুলন্ত অবস্থায় তরুনীটিকে পাই। কোমর মাটির সাথে লাগানো ছিল। তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা পরে জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply