সত্যখবর ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন বেপারী (২৬) মারা গেছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া-ঘোষ গ্রাম আঞ্চলিক সড়কের ঘোষগ্রাম বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন বেপারী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুস সালাম বেপারীর ছেলে।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার আজিমনগর ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামে ফুফুকে দেখতে যাওয়ার কথা বলে ইয়াসিন বেপারী সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন।
পরে সকাল সোয়া ১০টার দিকে ঘোষগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজিমনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল আলম সিকদার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply