সত্যখবর ডেস্ক: ভোলা শহরে বাসা থেকে মাকসুদা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী আহসান হাবিবকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের ওয়েস্টার্ণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটক আহসান হাবিব ভোলা আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা।
পুলিশ জানায়, আহসান হাবিব তার স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে চলতি মার্চ মাসের ১৭ তারিখ থেকে শহরের ওয়েস্টার্ণ পাড়ার ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। স্বামীর সঙ্গে ভোলায় বসবাস করা নিয়ে দ্বিমত ছিল। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মা থানায় মামলা করেছেন। স্বামীকে আটক করা হয়েছে। তদন্তে করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply