সত্যখবর ডেস্ক: নোয়াখালীর সেনবাগের কুখ্যাত মাদকসম্রাট মো. বেলাল হোসেন ওরফে লাল বেলালকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) রাতে ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের রাস্তার মাথায় গাজীরহাট থেকে সোনাইমুড়ী যাওয়ার পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. বেলাল হোসেন প্রকাশ লাল বেলাল সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের আবদুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বেলাল হোসেনকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর-৪) রুজু করা হয়েছে।
Leave a Reply