সুনীল নারিনের শুরুটা স্পিনার হিসেবে হলেও সম্প্রতি ব্যাট হাতে নিজের প্রতিভার জানান দিচ্ছেন এই ক্যারিবিয়ান। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন এই ক্যারিবিয়ান। খেলেছেন ৩৯ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার মজার সুরে বলেন, দলের ব্যাটিং মিটিংয়ে কখনোই দেখা যায় না নারিনকে। অধিনায়কের সেই কথা তাকে শোনান ধারাভাষ্যকার ও সঞ্চালক হার্শা ভোগলে। এমনটা শোনার পর নারিনের উত্তর, ‘একটা নিয়ম আমি মেনে চলি, যত কম জানা যায়, আমার জন্য ততই ভালো।’
‘আমার মনে হয়, ক্রিকেট মানেই ব্যাটিং। ব্যাট হাতে তাই আরও বেশি অবদান রাখতে চাই। যে দিন এটা করতে পারি, তৃপ্তিটা বেশিই হয় (বোলিংয়ের চেয়ে)। তবে হ্যাঁ, অবশ্যই বোলিং এখনও উপভোগ করি।’-আরো যোগ করেন তিনি।
Leave a Reply