কুষ্টিয়ার দৌলতপুরে বিলের দখল নিতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিল বোয়ালিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী সাহেদকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে বিলবোয়ালিয়া নামক জলাকার দখল নিতে যান। এসময় বিলের বৈধ ইজারাদার বলে দাবী করা রাজিব ও মতিনসহ বেশ কয়েখজন বিলের দখলে বাধা দেয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সাহেদকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান ঝাঁউদিয়া মৎস্যজীবি সমিতির নামে তারা বিলবোয়ালিয়া বিলের ইজারা নেন। স্থানীয় প্রশাসন ওই বিলের দখল বুঝিয়ে দেয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিলে গেলে স্থানীয় রাজিব ও মতিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষন করে। এতে সাহেদ নামে এক ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হন। আহত হন আরো কয়েকজন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান বিলবোয়ালিয়া বিলে একটু গন্ডগোল হয়েছে। কয়েকজন আহত হয়েছে বলেও শুনেছি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply