সত্যখবর ডেস্ক: তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুষ্টিয়ার তিন এলাকায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাতে কান্নাকাটি করেছেন মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর ঈদগাহ ময়দানে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া ঈদগাহ ময়দানে মহান সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইসতিসকা নামাজ আদায় করেন স্থানীয়রা।
আর দুপুর ২টায় কুষ্টিয়ার মোহিনী মিল মাঠেও বৃষ্টির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসব নামাজে নানা বয়সী মানুষ অংশ নেন।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ জানান, আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ৪১.২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply