সত্যখবর ডেস্ক: সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ নেতার আংশিক কমিটি নিয়ে ২১ মাস ধরে চলছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অবশেষে গতকাল শুক্রবার রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পদে ১৯৯ জনের নাম রয়েছে, তবে কমিটিতে মাত্র ৩ জন নারী স্থান পেয়েছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বেশ কয়েক মাস আগে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানো হয়েছিল। যোগাযোগও করা হয়েছিল। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি, এটাই বড় আনন্দ। এর মধ্য দিয়ে নিবেদিতপ্রাণ কর্মীরা একটা রাজনৈতিক পরিচয় পেলেন।
নারী নেতৃত্বের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নারীরা তেমন এগিয়ে আসেননি। তা ছাড়া দীর্ঘ আট বছর কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। সব মিলিয়ে একটু ভাটা পড়েছিল, তবে এটা খুব শিগগির কাটিয়ে ওঠা সম্ভব হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব বাড়ানো হবে।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা কমিটি প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দমিছিল বের করেন। আজ শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন কমিটির নেতারা। সেখানে বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যেক নেতাকে ২০টি করে গাছ লাগানোর নির্দেশ দেন।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দেরি হওয়ার বিষয়ে ছাত্রলীগের একাধিক সূত্র বলছে, অনেক জীবনবৃত্তান্ত পড়েছিল। সেগুলো যাচাই-বাছাই করতে সময় লেগেছে। যাচাইয়ের সময় দেখা হয়েছে, তাঁরা আদৌ ছাত্রলীগ কিংবা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন কি না।
সংগঠন সূত্রে আরও জানা যায়, এর আগে ২০২২ সালের ৩১ জুলাই সম্মেলন ছাড়াই আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি দেয় কেন্দ্রীয় সংসদ। এক বছর মেয়াদি এ কমিটি ২১ মাস পর পূর্ণাঙ্গ করা হলো। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইফুল-অমিত কমিটির সময় সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সে হিসাবে দীর্ঘ আট বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
পূর্ণাঙ্গ কমিটিতে ১৭৫ জন নেতাকে যুক্ত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে তন্ময় সাহা, মো. আল মামুন, নাইমুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, সোহানুর রহমান সিদ্দিকীসহ মোট ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, হুসাইন মজুমদার, মেহেদী হাসান, শাহিন আলম, তরিকুল ইসলামসহ মোট ১১ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন, সোহাগ শেখ, মেজবাহুল ইসলামসহ ১১ জনকে রাখা হয়েছে।
নতুন কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামাল হোসেন। উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরও দুজন। প্রচার সম্পাদক হিসেবে আছেন নাবিল হাসান ও উপপ্রচার সম্পাদক পদে আরও দুজন রয়েছেন। বিভিন্ন সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে ৭৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটির সহসম্পাদক হিসেবে ১৫ জন এবং সদস্য হিসেবে আছেন ৭ জন।
Leave a Reply